হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস মুসনাদে আহমাদ, সুনানে তিরমিযী, আল মুনাতাখাবু মিন মুসনাদে আব্দু ইবনে হামীদ পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
يَا عَلِيُّ! إِنِّي اُحِبُّ لَكَ مَا اُحِبُّ لِنَفْسِي، وَ أَكْرَهُ لَكَ مَا أَكْرَهُ لِنَفْسِي.
হে আলী! আমি নিজের জন্যে যা পছন্দ করি তোমার জন্য সেটাই পছন্দ করি। আর আমার চোখে যা অপছন্দনীয় তোমার জন্যও সেটা অপছন্দ করি।
(মুসনাদে আহমাদ ১:১৪৬, সুনানে তিরমিযী ২:৭২/২৮২, আল মুনাতাখাবু মিন মুসনাদে আব্দু ইবনে হামীদ :৫২/৬৭)